পিএনএস ডেস্ক : অভিনেত্রীদের সঙ্গে পুরুষ ক্রিকেটারদের সম্পর্কে জড়ানোর বিষয়টি উপমহাদেশে নতুন নয়। সেই সম্পর্ক অনেকে রূপ দেন বিয়েতে। তবে সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে আলোচনায় পাকিস্তানের এক অভিনেত্রী।
দেশটির একটি টেলিভিশনের অনুষ্ঠানে ক্রিকেটারদের নিয়ে রহস্যময় মন্তব্য করেন নাওয়াল সাইদ নামের সেই অভিনেত্রী। অনুষ্ঠানের উপস্থাপকের প্রশ্ন ছিল কোনো অবিবাহিত (সিঙ্গেল) ক্রিকেটাররের কাছ থেকে মেসেজ পেয়েছেন কিনা।
এর উত্তরে নাওয়াল বলেন, ‘আপনার কেন মনে হচ্ছে এখানে অবিবাহিত (সিঙ্গেল) হওয়া জরুরি? তবে আমি এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাই না।’
তবে হাল ছাড়েন না উপস্থাপক। কোন কোন ক্রিকেটারের কাছ থেকে মেসেজ পেয়েছেন তা বের করতে একের পর এক তারকা ক্রিকেটারের নাম বলে যান তিনি। এর মধ্যে অভিজ্ঞ শোয়েব মালিকসহ হালের নাসিম শাহর নামও ছিল।
তবে কোনো উত্তর না দিয়ে রহস্যময় হাসিতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন সেই অভিনেত্রী। তবে উপস্থাপকও ছেড়ে দেওয়ার পাত্র নন। পুরোনো একটি শোর কথা নাওয়ালকে মনে করিয়ে দিয়ে তিনি প্রশ্ন করেন, ‘২০২৩ সালে একটি টিভি শো’তে জানিয়েছিলেন, ক্রিকেটাররা আপনাকে মেসেজ দেন। এ বিষয়ে বিস্তারিত বলুন।;
এর উত্তর দিতে গিয়ে পাকিস্তানের অভিনেত্রী বলেন, ক্রিকেটারদের এমন আচরণ করা ঠিক নয়। তিনি বলেন, ‘ওই টিভি শো বিশ্বকাপের সময় ধারণ করা হয়েছিল। মানুষ ভেবেছে আমি জনপ্রিয়তা বাড়ানোর উদেশ্য নিয়ে এটা করেছি। কিন্তু এটা মোটেও এ রকম কিছু নয়। আমি সত্যি কথা বলেছি। আমার কথাটা বলা উচিত হয়নি। মানুষ আপনাকে মেসেজ দিতেই পারে। এটা ঠিক আছে।’
এ সময় নাওয়াল আরও করেন, ‘আমার শুধু এটা মনে হয়, ক্রিকেটারদের এসব করা উচিত নয়। মানুষ অভিনেতা-অভিনেত্রীর চেয়ে ক্রিকেটার বা খেলোয়াড়দেরই বেশি আদর্শ মনে করে।’
নাওয়াল সাইদ, ২০২২ সাল থেকে টেলিভিশনের পর্দায় কাজ করছেন। বর্তমানে বিভিন্ন বাণিজ্যিক সিনেমাতেও দেখা যাচ্ছে তাকে।
এসএস
তারকা ক্রিকেটাররা টেক্সট পাঠান, অভিনেত্রী বললেন, ‘তারা এভাবে...’
05-04-2024 02:38PM