পিএনএস ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হার। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২২ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিরিজের প্রথম ম্যাচে চমক দেখিয়ে জয় পায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে ৫ উইকেটে হারায় তারা। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
সিরিজ বাঁচানোর ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে জায়গা হারিয়েছেন অফ ফর্মে থাকা ওপেনার লিটন দাস। তার পরিবর্তে একাদশে এসেছেন তানজিদ হাসান তামিম। এছাড়া শেখ মাহেদীর পরিবর্তে একাদশে এসেছেন পেসার তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
এসএস
সিরিজ বাঁচানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ
23-05-2024 09:00PM