একদিন পরই তানজিম সাকিবের রেকর্ড ভেঙে দিলেন ফার্গুসন

  18-06-2024 10:03PM

পিএনএস ডেস্ক: নেপালের বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ডট দেয়ার রেকর্ড গড়েছিলেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। কিন্তু সে রেকর্ড একদিনও স্থায়ী হয়নি। তার আগেই ভেঙে দিলেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। যে রেকর্ড আর ভাঙার সাধ্য নেই কারও। কেবল তার পাশেই বসার সুযোগ আছে।

ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে সোমবার (১৭ জুন) পাপুয়া নিউগিনির বিপক্ষে ইতিহাস গড়েছেন ফার্গুসন। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৪ ওভার বল করে সবকটিতে মেডেন দিয়েছেন তিনি। নিয়েছেন ৩ উইকেট।

ফার্গুসনের করা ২৪ বল থেকে যে পাপুয়া নিউগিনির ব্যাটাররা কোনো রান তুলতে পারেননি বিষয়টা এমনও নয়। তিন ওভার টানা মেডেন দেয়ার পর চতুর্থ ওভারের তৃতীয় বলে ২ রান তুলে নিয়েছিল প্রতিপক্ষের ব্যাটাররা। কিন্তু সেগুলো লেগ বাই হওয়ায় ফার্গুসনের নামের পাশে যোগ হয়নি। তাতে সবগুলো বলই ডট হিসেবে গণ্য হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেটা সর্বোচ্চ।

এর আগে নেপালের বিপক্ষে ২১ ডট দিয়ে রেকর্ডটির মালিক ছিলেন টাইগার পেসার তানজিম সাকিব। তিনি অবশ্য মেডেন দিয়েছিলেন দুটি। ৪ ওভার বল করে ৭ রান খরচায় নিয়েছিলেন ৪ উইকেট।

ইতিহাস গড়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ফার্গুসন বলেন, ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট। তবে এমন উইকেটে বোলিং করা আনন্দের। খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচে আমি পুরোটা সময় সিম-আপ বোলিং করিনি। উইকেটে সহায়তা ছিল। সুইংও হচ্ছিল।

বিশ্বকাপ ইতিহাসে ৪ মেডেন দেয়ার ঘটনা প্রথম হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয়। আগের কীর্তিটি হয়েছিল ২০২১ সালে। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পানামার বিপক্ষে ৪ ওভারে কোনো রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন কানাডার বাঁহাতি স্পিনার সাদ বিন জাফার।

এদিকে ফার্গুসনের ইতিহাস গড়ার দিনে পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। তবে ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি জয়ে রাঙালেও সেটা খুব একটা কাজে আসেনি। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতে দুই হারে আসর থেকে ছিটকে গেছে তার।

গ্রুপ পর্বেই দলের বাদ পড়া নিয়ে ফার্গুসন বলেন, উচ্চাশা নিয়ে এসে আজই বিদায় নেয়া হতাশার। তবে এটাই খেলা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন