বাকলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

  05-02-2025 11:55PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা থেকে মো. সায়মন (২০) নামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাকলিয়া থানার চাক্তাই ফিশারি ঘাট সংলগ্ন ভেড়া মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সায়মন ভোলা জেলার লালমোহন থানার মো. কবিরের ছেলে। সে ভেড়া মার্কেট এলাকার ফিরোজ কলোনিতে পরিবারের সাথে বসবাস করে।

বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে সায়মন নামে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন