সাফজয়ীদের জন্য বাফুফের পুরস্কার ঘোষণা শনিবার

  06-11-2024 07:51PM

পিএনএস ডেস্ক: দুপুরের পর থেকেই বাফুফে ভবনে বাড়তি প্রাণচাঞ্চল্য। নতুন সভাপতি তাবিথ আউয়াল প্রথমবারের মতো ফেডারেশন আসছেন। তার আগমন উপলক্ষ্যে উপস্থিত নির্বাচিত কমিটির অনেকেই। ফেডারেশনের বেতনভুক্ত স্টাফদের সঙ্গে আলোচনার পর সাফ চ্যাম্পিয়ন নারী দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নতুন কমিটি।

প্রায় পনেরো মিনিট নতুন সভাপতি ও কমিটির সঙ্গে সাক্ষাৎ করে হাসিমুখেই বের হন সাবিনা খাতুনরা। এরপর নির্বাহী কমিটির সবাইকে পাশে রেখে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল। চ্যাম্পিয়ন নারী দলের সম্মাননা নিয়ে তিনি বলেন, ‘তারা দারুণ একটি সাফল্য এনেছে। বাফুফে থেকে অবশ্যই তাদের জন্য ঘোষণা থাকবে। সেটা শনিবার আমাদের প্রথম সভার পরই ঘোষণা হবে।’

বাফুফের তহবিলে সব সময় আর্থিক টানাটানি। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের তৎকালীন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ৫০ লাখ টাকা দিয়েছিলেন সাবিনাদের। এবার বাফুফের কোনো কর্মকর্তা এরকম কোনো ঘোষণা দেবেন কি না সেই প্রশ্নের উত্তরে তাবিথ বলেন, ‘আমরা যাই করছি সেটা শনিবার কমিটির পর আপনারা জানতে পারবেন। চ্যাম্পিয়ন দলকে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সংবর্ধনা জানাতে চায়।’

২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দলের কিছু সংবর্ধনা ছিল নিম্নমানের। সাবিনাদের নামমাত্র উপহার দিয়ে প্রচার নিয়েছে অনেকে। এই বিষয়টি উত্থাপিত হলে বাফুফের নতুন সভাপতি বলেন, ‘এটি প্রশ্ন নয়, পরামর্শ হিসেবে নিলাম। আমরা এই বিষয়ে সচেতন থাকব।’

২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হয়েছে। যার তিনদিন পরই চ্যাম্পিয়ন হয়েছে নারী দল। সাফজয়ী দলকে ধন্যবাদ জানিয়ে তাবিথ বলেন, ‘নতুন কমিটির যাত্রার শুরুতেই চ্যাম্পিয়ন ট্রফি। আবার আরেকদিকে চ্যালেঞ্জও। নারী দল যে স্ট্যান্ডার্ড সেট করেছে, সেটা অন্তত ধরে রাখতে হবে।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন