পিএনএস ডেস্ক: শুরুটা ছিল দুর্দান্ত। মনে হয়েছিল সহজেই ৩০০ স্পর্শ করবে বাংলাদেশ। কিন্তু ইনিংসের মাঝে আফগানিস্তানের স্পিনারদের বলই যেন বুঝলেন না ব্যাটারদের কেউ। মাঝে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও টেইল এন্ডারদের কল্যাণে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে টাইগাররা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৫২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের হয়ে বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তামিম। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি।
এএম গজনফরকে উড়িয়ে মারতে গিয়ে ১৭ বলে ২২ রানে সাজঘরে ফেরেন তামিম। দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়েন সৌম্য ও শান্ত। ৩৫ রানে সৌম্য ফিরলে এ জুটি ভাঙে। চারে নেমে ২২ রান করেন মেহেদী মিরাজ।
এরপর অল্প সময়ের ব্যবধানে আরো ৩ উইকেট হারায় বাংলাদেশ। তাওহীদ হৃদয় ১১ রানে সাজঘরে ফেরার পর একই ওভারে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ ও শান্ত। এ দুজনকেই ফেরান নাঙ্গেয়ালিয়া খারোটে। রিয়াদ ৩ রান করেন।
একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকা শান্ত ৭৬ রানে আউট হন। ১৮৪ রানে ৬ উইকেট হারিয়ে এ সময় বেশ চাপে পড়ে বাংলাদেশ। তবে নাসুম আহমেদ ও জাকের আলীর ৪৬ রানের জুটিতে সেই চাপ দূর হয়।
২৫ রানের ক্যামিও খেলে আউট হন নাসুম। শেষদিকে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিত থাকেন অভিষিক্ত জাকের আলী অনিক। আফগানিস্তানের হয়ে খারোটে তিনটি এবং রশিদ ও গজনফর দুটি করে উইকেট শিকার করেন।
পিএনএস/রাশেদুল আলম
আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
09-11-2024 07:51PM