পিএনএস ডেস্ক: হালের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলি। তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়েছে। এর কারণ হিসেবে অনেকেই তার বয়সকে দায়ী করছেন। ধারণা করা হচ্ছে, ফেলে আসা সোনালী দিন আর ফিরে পাবেন না কোহলি। তবে এবার কোহলিকে নিয়ে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন ভারতের এক জ্যোতিষী।
গ্রিনস্টোন লোবো নামের এক জ্যোতিষী বলছেন, কোহলি এখনও নিজের সেরা সময় পার করেননি। তার জন্য ভবিষ্যতে আরো সুন্দর সময় অপেক্ষা করছে। অর্থাৎ এই জ্যোতিষীর কথা অনুযায়ী, সামনের দিনে ব্যাট হাতে আরো ভালো পারফর্ম করবেন কোহলি।
লোবো বলেছেন, 'কোহলির ক্রিকেটজীবনের অন্যতম সেরা সময় এখনও বাকি আছে। আগামী দিনে আবার কোহলিকে চেনা ফর্মে দেখা যাবে। তবে তার মানে এই নয় যে শচীনের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবে। তবে সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়ের টেস্ট সেঞ্চুরিকে টপকে যাবেন কোহলি।'
কোহলি তার লম্বা ক্রিকেট ক্যারিয়ারে ভারতকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও বড় অবদান ছিল এই টপ অর্ডার ব্যাটারের। জ্যোতিষী বলছেন, কোহলি কখনো নিজের রেকর্ডের কথা ভেবে খেলেন না, সব সময় দলই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে লোবো বলেন, 'কোহলি রেকর্ড নিয়ে একে বারেই চিন্তিত নন। কোহলি সব ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে খেলেন। ভারতকে গর্বের উপলক্ষ্য এনে দিতে চান সব সময়।'-যোগ করেন।
এসএস
কোহলির ফর্ম নিয়ে ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর
10-11-2024 07:11PM