পিএনএস ডেস্ক: খারাপ ছিল না স্কোরবোর্ডে পুঁজি। তবে দলের বোলারদের দুজনের বাজে দিনের খেসারত দিল বাংলাদেশ। অন্যদিকে গুরবাজের সেঞ্চুরি আর ওমরজাইয়ের দায়িত্বশীল ইনিংসে টাইগারদের পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে আফগানরা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৪৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে পাঁচ উইকেট ও ১০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আফগানরা জিতেছে ২-১ ব্যবধানে।
আফগানিস্তানের হয়ে রান তাড়া করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও সিদিকুল্লাহ আতাল। অষ্টম ওভারে ১৪ রান করা আতালকে বোল্ড করে তাদের ধাক্কা দেন এ ম্যাচে অভিষিক্ত নাহিদ রানা। এরপর রহমত শাহকে ৮ রানে কট অ্যান্ড বোল্ড করেন মুস্তাফিজুর রহমান।
হাশমতউল্লাহ শাহিদি ৬ রানে ফিরলে কিছুটা চাপে পড়ে আফগানরা। তবে তিন উইকেট হারালেও দলটির রানের গতিতে ভাটা পড়েনি। আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন গুরবাজ।
চতুর্থ উইকেটে ঠিক ১০০ রানের জুটি গড়েন গুরবাজ ও ওমরজাই। মিরাজের বলে আউট হওয়ার আগে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন গুরবাজ, ফেরেন ১০১ রানে। এরপরই গুলবাদিন নাইবকে ১ রানে ফেরান নাহিদ। বাকি পথ সহজে পাড়ি দেন ওমরজাই ও নবী।
পেনাল্টিমেট ওভারে শরিফুলের বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ওমরজাই। ইনিংস শেষে তিনি ৭০ ও নবী ৩৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর ও নাহিদ দুটি এবং মিরাজ একটি করে উইকেট নেন।
এর আগে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক শান্তর ইনজুরিতে এ ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে তিনি। দলকে দারুণ সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৫৩ রান।
ব্যক্তিগত ২৪ রানে সৌম্য ফেরার পর ১৯ রানের ব্যবধানে আরো ৩ উইকেট হারায় বাংলাদেশ। তামিম ১৯, জাকির হাসান ৪ ও তাওহীদ হৃদয় ৭ রান করেন। ৭২ রানে চার উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকলেও দলের হাল ধরেন মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
পঞ্চম উইকেটে ১৪৫ রানের বিশাল জুটি গড়েন রিয়াদ ও মিরাজ। শততম ওয়ানডে খেলতে নামা মিরাজ ৬৬ রানে আউট হলে ভাঙে এ জুটি। জাকের আলী আজ সুবিধা করতে পারেননি। ফেরেন মাত্র ১ রানে। সঙ্গীদের বিদায়ে একপ্রান্ত ধরে খেলেন রিয়াদ।
ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির কাছে গিয়েও হতাশ হন রিয়াদ। ইনিংসের শেষ বলে ৯৮ রানে রান আউট হন তিনি। তবে তার ব্যাটেই বাংলাদেশের বড় সংগ্রহ নিশ্চিত হয়। আফগানদের হয়ে ওমরজাই চারটি এবং নবী ও রশিদ একটি করে উইকেট নেন।
পিএনএস/রাশেদুল আলম
বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তানের সিরিজ জয়
12-11-2024 12:10AM