দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী জাহানারা

  06-12-2024 08:50PM

পিএনএস ডেস্ক: তীব্র লড়াই করেও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ১৯তম ওভারে পরিকল্পনা মতো ব্যাটিং করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ হারে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে তাই দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।

শনিবার (৭ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগ্রেসররা। এই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের পেসার জাহানারা আলম।

বছরখানেক বিরতি দিয়ে জাতীয় দলে ফেরার পর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সুযোগ পান জাহানারা। ম্যাচে ৪ ওভারে ৩৫ রান দিয়ে এক উইকেট নেন এই পেসার।

আগামীকালকের ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পাওয়া সব সময় আমার জন্য গর্বের বিষয়। প্রথম ম্যাচে আমাদের ফল প্রত্যাশিত ছিল না। তবে আমাদের দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। ব্যাটিং লাইনআপে ইতিবাচক কিছু পাওয়া গেছে। চারজন ব্যাটার ভালো স্কোর করেছে, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ইনশাআল্লাহ সিরিজে আমরা ফিরতে পারবো।’

ভুল শুধরে পরের ম্যাচে ভালো করার প্রত্যয়ে জাহানারা বলেছেন, ‘এটি আমাদের বড় সংগ্রহের একটি উদাহরণ। যদিও কয়েকটি ভুলের জন্য আমরা জয় পাইনি। তবে আমরা জানি কীভাবে সেগুলো শুধরে সিরিজে ফিরতে হবে। দলে যদি আরও ২-৩ জন ব্যাটার রান করতে শুরু করে, তাহলে ছয়-সাতজন মিলে বড় লক্ষ্য তাড়া করার সামর্থ্য আমরা রাখি।’

সংক্ষিপ্ত ফর্মেটের অভিজ্ঞতা ভিন্ন ধাঁচের জানিয়ে জাহানারা আরও বলেছেন, ‘টি-টোয়েন্টিতে সময় খুব কম। এখানে বল ধরে ধরে পরিকল্পনা করতে হয় এবং প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখতে হয়। আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি এবং আইরিশদের টপ অর্ডারকে দ্রুত ফেরাতে পারি, তাহলে তাদের অল্প রানে আটকে রাখতে পারবো।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন