দুই আবাহনীর লড়াইয়ে ঢাকার জয়

  10-12-2024 06:44PM

পিএনএস ডেস্ক: ফেডারেশন কাপে দুই আবাহনী ঢাকা ও চট্টগ্রাম একই গ্রুপে পড়েছে। বি গ্রুপে দুই দলের প্রথম ম্যাচই পড়েছে নিজেদের মধ্যে। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনী ৩-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে।

ঢাকা আবাহনী লিড নেয় ম্যাচের ১৭ তম মিনিটেই। কামরুল ইসলামের ফ্রি কিকে ইমনের হেড দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালের দিকে ছুটে। চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার বল ক্লিয়ার করলেও ঢাকা আবাহনীর দাবি ছিল বল লাইন ক্রস করেছে। রেফারি-সহকারি রেফারি আলোচনা করে গোলের সিদ্ধান্ত দেন। এতে খেলা বন্ধ ছিল সাত মিনিট।

আবাহনী দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে। ৭৬ মিনিটে মোহাম্মদ ইব্রাহিম বাম দিকের বক্সে বল পেয়ে ঠান্ডা মাথায় প্লেসিংয়ে বল জালে জড়ান। ৮৮ মিনিটে আবাহনীর জয় সুনিশ্চিত হয় ইয়াসিন খানের গোলে। কর্নারের পর সতীর্থের পা ঘুরে পাওয়া বল থেকে নিখুত দক্ষতায় বল জালে ঠেলেন ইয়াসিন।

ঢাকা আবাহনী এবার বিদেশি ছাড়াই খেলছে। এখনো মারুফের দল কোনো ম্যাচে হারেনি। যদিও বড় শক্তিশালী দলের বিপক্ষে এখনো খেলা পড়েনি। এরপরও আবাহনী ভালোই খেলছে মৌসুমের শুরুর ম্যাচগুলোতে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন