সিরিজ সমতায় ফিরলো আয়ারল্যান্ড

  17-02-2025 12:30AM

পিএনএস ডেস্ক: প্রথম ম্যাচে ৪৯ রানের ব্যবধানে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে হেরেছিলো আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে এসে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরালো তারা। শেষ ম্যাচটি দাঁড়ালো অঘোষিত ফাইনালে। ১৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ম্যাচটি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৪৯ ওভারে ২৪৫ রান তুলতে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে অধিনায়ক পল স্টার্লিং ও টপ অর্ডার কার্টিস ক্যাম্পারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় আয়ারল্যান্ড।

২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে অ্যান্ডি বালবির্নির উইকেট হারায় আইরিশরা। দলীয় ২৭ রানের মাথায় ১১ রান করে আউট হন তিনি। এরপর পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্পার মিলে ১৪৪ রানের অনবদ্য এক জুটি গড়ে তোলেন। ১০২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন পল স্টার্লিং। ৯৪ বলে ৬৩ রান করেন কার্টিস ক্যাম্পার।

হ্যারি টেক্টর ৭ রান করে আউট হলেও লরকান টাকার ৩৬ রানে এবং জর্জ ডকরেল ২০ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে ট্রেভর জিওয়ানডু নেন ২ উইকেট। রিচার্ড এনগারাভা ও রিচার্ড মুজারাবানি নেন ১টি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৪৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৬১ রান করেন ওয়েসলি মাধবিরে। ৭৫ বলে ৫৮ রান করেন সিকান্দার রাজা। ৩৫ রান করেন ওয়েলিংটন মাসাকাদজা। ৩০ রান আসে ব্রায়ান বেনেটের ব্যাট থেকে।

আয়ারল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন মার্ক অ্যাডেয়ার। ৩ উইকেট নেন কার্টিস ক্যাম্পার। অলরাউন্ড নৈপূণ্যের কারণে ম্যাচ সেরার পুরস্কার জেতেন কার্টসি ক্যাম্পার।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন