গাইবান্ধায় উন্নয়ন মেলার উদ্বোধন

  17-09-2023 02:54PM




পিএনএস ডেস্ক: জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

আজ সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি র্যাললি বের করা হয়। র্যাীলিটি গাইবান্ধা পৌর পার্কে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যা লি শেষে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন হুইপ গিনি।

উন্নয়ন মেলায় সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরা, জনগণকে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্তকরা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য, এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরণ, বিনিয়োগ পরিকল্পনা ও ব্যক্তিখাতে উদ্যোক্ত সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৩৫টি স্টল রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সরোয়ার কবীরসহ আরও অনেকে।

পিএনএস/আনোয়ার



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন