পিএনএস ডেস্ক : ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুইটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও পাঁচ বহিরাগতকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চবির শাহজালাল ও শাহ আমানত হলে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল বডি।
অভিযানে চবির শাহজালাল হল থেকে রামদা, রড, পাইপসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে কর্তৃপক্ষ। এছাড়া শাহ আমানত হল থেকে ৫ বহিরাগতকে আটক করা হয়।
তবে আটকদের পরিচয় জানাতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
পিএনএস/শাওন
চবির দুই হলে অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৫
23-09-2023 02:26AM