পিএনএস ডেস্ক: আগামী ১২ ডিসেম্বর পঞ্চগড় জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৬০ হাজার ৪৭২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৮ হাজার ৫০ জনকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৪২ হাজার ৪২২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য জেলায় এক হাজার ৭৭ টি কেন্দ্র খোলা হবে। এসব কেন্দ্রের প্রত্যেকটিতে দুইজন করে স্বেচ্ছাসেবক কাজ করবে।
বৃহস্পতিবার বিকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শীর্ষক প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, এ প্লাস ভিটামিন শিশুদের বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুর হার কমায়।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম, এসএ মাহমুদ সেলিম, এ হোসেন রায়হান, সামউদ্দিন চৌধুরী কালাম বক্তব্য রাখেন। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকের ৫০ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
পিএনএস/সোহান
পঞ্চগড়ে ১ লাখ ৬০ হাজার শিশু পাবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল
07-12-2023 07:48PM