গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

  04-03-2024 12:36AM

পিএনএস ডেস্ক: : গাইবান্ধা সদরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ফরিদ মিয়া (২৫) ও মতিন সরকার (২৭) নিহত হয়েছেন।

রোববার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধা সদর উপজেলার নশরৎপুরে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফরিদ মিয়া ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদাখালি গ্রামের সেলু মিয়ার ছেলে, আর মতিন সরকার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের কুকড়ার হাট গ্রামের মজিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী বাদিয়াখালী থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এ সময় নশরৎপুরের এলপিজি পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহীর মৃত্যু হয়।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক এবং হেলপার পলাতক রয়েছেন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন