পিএনএস ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে শুরু হয়েছে বৈসাবি উৎসব। ৩ দিনের উৎসবের আজ প্রথম দিন ফুল বিজু উদযাপন করেন চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান চাকমা সম্প্রদায়।
শুক্রবার (১২ এপ্রিল) সকালে ফুল বিজু উদযাপনে নদী, ঝিরি বা লেকের পাড়ে জড়ো হন চাকমা ছেলে-মেয়েরা। ঐতিহ্যবাহী রঙিন পোশাকে নিজেদের সাজান ছোট-বড় সকলে। এরপর কলাপাতায় ফুল সাজিয়ে ভাসিয়ে দেন পানিতে। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান চাকমা সম্প্রদায়ের মানুষ। এ সময় সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। পহেলা বৈশাখ ঘিরে এই উৎসবকে সম্মিলতভাবে বলে বৈসাবি।
এদিকে বুধবার (১০ এপ্রিল) বান্দরবানে সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারে উৎসব আগের চেয়েও প্রাণবন্ত হবে। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৮টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সাংগ্রাই উৎসব শুরু হবে। এছাড়া ৪দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রোববার (১৪ এপ্রিল) বুদ্ধ স্নান, পিঠা উৎসব, সোমবার (১৫ এপ্রিল) রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ ও মঙ্গলবার (১৬ এপ্রিল) মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটবে।
উৎসবটি সবার জন্য উম্মুক্ত থাকবে এবং সকল সম্প্রদায় এ উৎসব উপভোগ করতে পারবেন।
পিএনএস/এমএইউ
তিন পার্বত্য জেলায় চলছে বৈসাবি উৎসব
12-04-2024 11:11AM