মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে, বাঁধ ভেঙ্গে লোকালয় প্লাবিত

  02-08-2024 11:47PM

পিএনএস ডেস্ক: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের পানির চাপে ফেনীর মুহুরী নদীর পানি আবারও বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত মাসে বন্যার ক্ষয় ক্ষতি কাটিয়ে না উঠতেই আবারও বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শুক্রবার (২ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুলগাজী বাজারেও হাঁটু পরিমাণ পানি উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। যানবাহন চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়রা বলছেন, টানা বৃষ্টির কারণে মুহুরী নদী, কহুয়া নদী ও সিলোনীয়া নদীতে পানি বাড়তে শুরু করেছে। পরশুরামের শালধর এলাকায় পাহাড়ি ঢলে আবারও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। শুক্রবার ভোরে একই স্থানে ভেঙে পানি ঢুকতে দেখা যায়। বার বার ফুলগাজী ও পরশুরামের মানুষ নদীর বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থায়ী টেকসই বাধ নির্মাণের দাবি করে আসছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

এ দিকে ফেনী শহরেও রাস্তাঘাটে হাঁটু পরিমাণ পানিতে যান চলাচলে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন