নোয়াখালীতে বাসচাপায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

  03-08-2024 12:52PM



পিএনএস ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসচাপায় সিএনজি আরোহী মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫)। তবে তাৎক্ষণিক নিহত আরেক নারীর নাম পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘বাসচাপায় তিনজন নিহত হওয়ার খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন