পিএনএস ডেস্ক: পুলিশের প্রোটেকশনে হামলা চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের অনেককে নির্বিচারে আহত করে পিছু হটিয়ে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট চত্বর দখলে নিয়েছিলেন সরকারদলীয় নেতাকর্মীরা। যেখানে তারা রোববার (৪ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত অবস্থান করছিলেন।
তবে পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলির মুখে অবস্থান নেওয়া সরকারদলীয় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর আন্দোলনকারীদের একাংশ আবার চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট চত্বরে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববার (৪ আগস্ট) বিকেল পাঁচটার পর পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সরকারদলীয় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গোলাগুলির শব্দের পরেই সরকারদলীয় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান এবং বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকেন। এরপরেই সাঁজোয়া যানসহ সেখানে সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়। একপর্যায়ে সেখানে জমায়েত হতে থাকে আন্দোলনকারীদের একাংশ। তবে নিউমার্কেটের আশেপাশের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন সরকারদলীয় নেতাকর্মীরা। সেখানে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। চালানো হচ্ছে তল্লাশি।
এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সন্ধ্যা ৬টা থেকে কারফিউ বলবৎ হচ্ছে। এ কারণে সেনাবাহিনী টহল শুরু হয়েছে। নগরীর জিইসি মোড়, ওয়াসা মোড়, লালখান বাজার মোড় ও চট্টেশ্বরী রোড এলাকায়ও সেনা সদস্যরা যানবাহন তল্লাশি করছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে সরকারদলীয় নেতাকর্মীরা। আমাদের অন্তত একশজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অনেকে। সরকারদলীয় নেতাকর্মী ও পুলিশ একসাথে গুলি ছুড়েছে। এরপরও আমরা নিউমার্কেট চত্বরে অবস্থানে আছি।
পিএনএস/এএ
সংঘর্ষের পর আন্দোলনকারীদের দখলে চট্টগ্রামের নিউমার্কেট
04-08-2024 08:09PM