নোয়াখালীতে গুলিতে নিহত ৪, ওবায়দুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ

  05-08-2024 10:20PM

পিএনএস ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ী থানায় হামলা চালিয়েছে কতিপয় যুবক। তারা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও গুলি চালায়। এতে পুলিশসহ চারজন নিহত হয় এবং আহত হয় অর্ধশত জনতা।

এছাড়া সদ্যসাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে সোনাইমুড়ী থানায় আওয়ামী লীগ নেতাদের সাথে ওসি মিটিং করছে বলে একটি খবর ছড়িয়ে পড়ে। এ সময় জনতা থানায় গিয়ে আওয়ামী লীগ নেতাদের বের করে দেয়ার জন্য বলে। পুলিশ বলে এখানে কেউ নেই। পরে জনতা থানায় হামলা চালায়।

এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক বেগমগঞ্জ ও মাইজদী থেকে ট্রাকবর্তী কয়েক হাজার জনতা সোনাইমুড়ী থানায় যায়। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। এ সময় পুলিশের এসআই জাহাঙ্গীরসহ চারজন জনতা মারা যায়। এতে অর্ধশত জনতা আহত হয়।

এ ব্যাপারে সোনাইমুড়ীর ওসি তদন্তকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এদিকে বিকেলে একদল জনতা কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন