গৌরনদীতে কালনাগিনী সাপের বাচ্চা উদ্ধার

  01-11-2024 11:10PM

পিএনএস ডেস্ক: বরিশালের গৌরনদীতে কালনাগিনী সাপের বাচ্চা ধরা পড়েছে বলে জানা গেছে। শুক্রবার (১ নভেম্বর) পৌর এলাকার গেরাকুল গ্রামে এ সাপের বাচ্চা উদ্ধারের পর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব

জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে দুর্লভ প্রজাতির একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে তারা কৌশলে ওই সাপের বাচ্চাটি বোতলজাত করে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন।

এ বিষয়ে বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব বলেন, ‘এটি একটি মৃদু বিষধর সাপ। এ অঞ্চলে আগে কখনও কালনাগিনী ধরা না পড়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে। রাতে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য গ্রামবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে।’

বিষধর এ সাপের বাচ্চাটি সংশ্লিষ্ট রেসকিউ টিমের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন