পিএনএস ডেস্ক: গাজীপুর সিটির কোনাবাড়ী এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পোশাক কারখানায় শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক আহত হয়েছেন।
কারখানার ৬৪ জন শ্রমিককে ছাঁটাই করে তাদের পাওনা পরিশোধ করা হলেও তারা অভিযোগ করেছেন, বিজিএমইএ তাদের কালো তালিকাভুক্ত করায় অন্য কারখানায় চাকরি পাচ্ছেন না। এই দাবিতে ছাঁটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
পিএনএস/রাশেদুল আলম
গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিক-কর্মকর্তাদের সংঘর্ষ, আহত ৪
01-12-2024 10:16PM