চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  03-02-2025 09:58AM


পিএনএস ডেস্ক: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ছোট কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল মামুন।

তিনি বলেন, ঢাকা থেকে একটি হায়েস মাইক্রোবাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দাঁড়িয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মামুন নামে একজন নিহত হন ও ৫৪ বছর বয়সী এক নারীকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল মামুন বলেন, এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন