নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে ভাই-বোনের মৃত্যু

  03-12-2024 12:12AM

পিএনএস ডেস্ক: নীলফামারীর ডিমলায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—স্থানীয় জয়নাল আবেদীনের মেয়ে জহুরা খাতুন (১০) ও ছেলে হাচিনুর রহমান (৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির আঙ্গিনায় টাঙানো জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জহুরা ঘটনাস্থলেই প্রাণ হারায়। তাকে বাঁচাতে গিয়ে তার ছোটভাই হাচিনুরও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শোকাহত বাবা জয়নাল আবেদীন ঢাকা পোস্টকে বলেন, আমার দুই সন্তান একসঙ্গে চলে গেল। এখন আমি একদম একা হয়ে গেলাম। বেঁচে থাকাও কঠিন হয়ে গেল।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি বলেন, অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন