পিএনএস ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আরশ খানের মা অভিনেত্রী নীলা ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন আরশ।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন, মা হাসপাতালে। গলা দিয়ে ব্লিডিং হচ্ছে। এখনও কারণ জানা যায়নি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাই করেন কোনো কারণেই করেন। তার পরিকল্পনা না মেনে অস্বীকার করার মতো ক্ষমতা কারও নেই। যিনি অসুস্থতা দিয়েছেন তিনি চাইলে আম্মা সুস্থ হবেন। সবাই দোয়া করবেন।
আরশের এমন পোস্টের পরপরই দশ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে সবাই অভিনেতার মায়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
আরশের মা নীলাও শোবিজের জনপ্রিয় মুখ। বর্তমানে মা-ছেলে দুজনেই অভিনয়ে নিয়মিত কাজ করছেন।
এসএস
আরশ খানের মা অভিনেত্রী নীলা ইসলাম হাসপাতালে
04-12-2024 06:22PM