চট্টগ্রামে যুব সম্মেলন

  09-12-2024 09:25PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ক্লিন, গ্রিন, স্বাস্থ্যকর নগরী গড়তে যুবকদের দায়িত্ব পালন করতে হবে। যুবকদের মাধ্যমেই ক্লিন নগর গড়া সম্ভব। চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও স্বাস্থ্যকর নগরী গড়তে যুবদের দায়িত্ব অগ্রণী।

আজ সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের হলে ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগ ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ‘ইয়ুথ ইন শেপিং এজেন্ডা : বাংলাদেশ ২.০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল হান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের নির্বাহী প্রধান উৎপল বড়ুয়া। সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন যুব সংগঠনের ৩০০ জন যুব প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চট্টগ্রামের জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদিসহ নানা সমস্যা নিয়ে নাটক ‘আমার চট্টগ্রাম আমার দায়িত্ব’ পরিবেশন করা হয়।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন