পিএনএস ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শুকানী বিওপি এলাকার ৭৪০/৩-এস এর কাছ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। তারা হলেন—মনিরাম বর্মন (৪৫), হিরা রানী বর্মন (২৫), রিপন বর্মন (২১), পাপরী রানী বর্মন (১৩) ও নিমাই চন্দ্র বর্মন (২১)। এদের মধ্যে একই পরিবারের চারজন। তারা হলেন—মনিরাম বর্মন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধোন্দুগাঁও গ্রামের শ্রী বনোমালী বর্মনের ছেলে, তার স্ত্রী শ্রীমতি হিরা রানী বর্মন, ছেলে রিপন বর্মন ও মেয়ে পাপরী রানী বর্মন। অপরজন এবং নিমাই চন্দ্র বর্মন একই জেলার ধোন্দুগাঁও গ্রামের শ্রী বীরেন্দ্র নাথ বর্মনের ছেলে।
বিজিবি জানায়, পঞ্চগড়ের তেঁতুলিয়ার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৭৪০/৩-এসের ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের মদনবাড়ী ক্যাম্পের টহল দল তাদের দেখতে পেয়ে বাধা দেয়। পরে তারা বিষয়টি শুকানী বিওপিকে জানায়। বিএসএফের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পাঁচ বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা ভারতে অনুপ্রবেশের উদ্দেশে ঠাকুরগাঁওয়ের দালাল চক্রকে নগদ ১ লাখ টাকা দিয়ে তারা সীমান্তবর্তী এলাকায় এসেছেন। আটকের সময় তাদের কাছ থেকে পাওয়া ব্যক্তিগত ৪টি মোবাইল ফোন, ২টি হাত ঘড়ি, ভারতীয় রুপি ৪০৫, বাংলাদেশি নগদ ১৪ হাজার ৭০৭ টাকা, স্বর্ণালংকার ১ ভরি এবং রুপার অলংকার ৭ ভরিসহ চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় সোপর্দ করা হয়।
এদের মধ্যে মনিরাম বর্মনের মেয়ে পাপরী রানী বর্মন প্রাপ্ত বয়স্ক না হওয়ায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে চারজন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ১ লাখ টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা। আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে। এ ঘটনায় তেতুঁলিয়া থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সর্বদা প্রস্তুত। আর বিজিবিকর্তৃক দালাল চক্রকে আটকের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পিএনএস/রাশেদুল আলম
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশি আটক
11-12-2024 11:03PM