পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ৯ ডিগ্রির ঘরে

  04-01-2025 09:22AM


পিএনএস ডেস্ক: হিমালয়ের কোলঘেঁষা দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় গণমাধ্যমকে বলেন, হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

তিনি আরও বলেন, উত্তরের হিমেল বাতাসে এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এছাড়াও গত কয়েক দিন ধরে সকালে ও সন্ধ্যার পর কুয়াশা নামে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন