প্রজাতন্ত্র দিবসে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

  26-01-2025 03:16PM

পিএনএস ডেস্ক: ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ সদস্যরা। রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয়।

বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাদাৎ হোসেন ও ভারতের ১৫১ বিএসএফের ইন্সপেক্টর শ্রী অশোক কুমার পরস্পরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কোম্পানি কমান্ডার শাহাদাৎ হোসেন বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এসময় আমরাও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

তিনি আরও বলেন, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ চলে আসছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন