গাড়ির সামনে স্থানীয়দের অবস্থান, আসামি না ধরে ফিরে গেল র‌্যাব

  11-02-2025 06:58PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ধর্ষণ মামলার এক আসামি ধরতে গিয়ে স্থানীয় লোকজনের বাধার মুখে ফিরে এসেছে র‍্যাবের একটি দল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব ও স্থানীয় সূত্র জানায়, র‍্যাব-৭ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার নিজাম উদ্দিনের নেতৃত্বে র‍্যাবের একটি দল ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করতে গোডাউন এলাকায় যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে র‍্যাব সদস্যদের বাধা দেন। একপর্যায়ে তারা র‍্যাবের গাড়ির সামনে অবস্থান নিয়ে তা আটকে দেন। এ পরিস্থিতিতে র‍্যাবের দলটি আসামি গ্রেপ্তার না করে ঘটনাস্থল ত্যাগ করে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন গণমাধ্যমকে জানান, ঘটনা কিছুটা সত্য। আসামি ধরতে গিয়ে বাধার মুখে পড়তে হয়। পরিস্থিতি বুঝতে পেরে র‌্যাব সদস্যরা সেখান থেকে ফিরে এসেছেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন