গফরগাঁওয়ে বিরোধে জড়িয়ে পড়া ইউএনও বদলি

  19-02-2025 06:24PM

পিএনএস ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিনকে বদলি করা হয়েছে। ইউনিয়ন পরিষদ স্থানান্তর ও সরকারি বালু নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিএনপির বিরোধ তৈরি হয়েছিল।

গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিনকে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ডা. মো. শামীম রহমান ঢাকা পোস্টকে এ তথ‍্য নিশ্চিত করেন।

তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক চিঠিতে এই বদলির আদেশ দেওয়া হয়।

তবে এই বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিনের বক্তব্য জানা যায়নি।

সূত্র জানায়, গত ১৭ ফেব্রুয়ারি গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে প্রত্যাহারের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি দেয় জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমের সমর্থকেরা। এ খবরে ওইদিন সকালে উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের চাপ সৃষ্টি করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ‘ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত হেনস্তার প্রতিবাদ’ শিরোনামে মানববন্ধন কর্মসূচি পালন করান ইউএনও। তবে কেন্দ্রীয় নির্দেশে বিএনপি কোনো কর্মসূচি পালন করেনি।

জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, ইউএনওর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না, কিন্তু ইউএনও সব জায়গায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে তার বদলির মাধ্যমে আমার বিরুদ্ধে তোলা অভিযোগ যে অসত্য ছিল তা প্রমাণিত হয়েছে। ফ্যাসিস্ট ইউএনওর বদলিতে মানুষ খুশি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন