কিশোরগঞ্জে জামায়াতের প্রার্থী হলেন সাবেক রাষ্ট্রপতি হামিদের শ্যালক

  28-02-2025 09:56PM

পিএনএস ডেস্ক: কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে জামায়াতে ইসলামী এর আগে পাঁচটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বাকি ছিল কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন। এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক কর্নেল (অব.) ডা. জেহাদ খানকে। জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী জানান, ডা. জেহাদ দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য। বৃহস্পতিবার কেন্দ্র থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।

আবদুল হামিদের স্ত্রী রাশিদা হামিদের ছোট ভাই জেহাদ খান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে হৃদরোগ চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকার ইবনে সিনা হাসপাতালে কাজ করছেন। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জে স্থাপিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গেও জড়িত। তাঁর বাড়ি করিমগঞ্জের জাফরাবাদ এলাকায়।

গত ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ শহরতলির একটি পার্কে জামায়াতের জেলা ও উপজেলা কর্মপরিষদ সদস্যদের বার্ষিক কর্মপরিকল্পনা সভা হয়। সেখানে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামিউল হক ফারুকী আনুষ্ঠানিকভাবে অন্য পাঁচটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

তারা হলেন– কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোসাদ্দেক আলী ভূঁইয়া। কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল। কিশোগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট শেখ রোকন রেজা। কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনে ভৈরব উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হুসাইন।

ডা. জেহাদের বড় ভাই ডা. নৌশাদ খান প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ। তিনি জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলা চালানোর অভিযোগে মামলায় আসামি করায় তিনি আত্মগোপন করেছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন