ময়মনসিংহে টিসিবির গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

  05-03-2025 09:36AM

পিএনএস ডেস্ক: ময়মনসিংহের ধোবাউড়ায় জ্বালানি তেলের দোকানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে জ্বালানি তেলের দোকানসহ ধান-চাল ও টিসিবির গোডাউন। মঙ্গলবার (৪ মার্চ) রাত পৌনে ১১টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. আব্দুর রাজ্জাক বলেন, জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। তবুও আমাদের চেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, অগ্নিকাণ্ডে জ্বালানি তেলের দোকানসহ ধান-চালের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। পাশে থাকা টিসিবির গোডাউনও পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন