পিএনএস ডেস্ক: ভোলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মো. আকবর হোসেন নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তারা পরিবার ও স্বজনরা। এসময় হামলায় মো. কামরুল ইসলাম নামে এক এএসআই আহত হয়েছেন। তাকে ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিরহাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বোরহানউদ্দিন থানার এএসআই কামরুল ইসলামসহ কয়েক জন পুলিশ সদস্য ইয়াবাসহ মো. আকবর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যাচ্ছিলেন। ওই সময় আসামির পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেন। হামলায় কামরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
ভোলার পুলিশ সুপার মো. শরীফুল হক জানান, ওই আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পিএনএস/রাশেদুল আলম
পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত
05-03-2025 09:42AM
