রাজবাড়ীতে বাসচাপায় আইনজীবী নিহত

  05-03-2025 10:28AM

পিএনএস ডেস্ক: রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় রাজবাড়ী জেলা বারের শিক্ষানবিশ আইনজীবী মো. জুয়েল রানা নিহত হয়েছেন। তিনি পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা মো. মন্টু মেম্বারের ছেলে।

মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের কিছু আগে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, জুয়েল রানা মোটরসাইকেল চালিয়ে বোয়ালিয়া মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জুয়েল রানা শেখের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী এবং আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন