গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামে আগুন

  05-03-2025 11:28PM

পিএনএস ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বুধবার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি জানান, প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় ভোগড়া মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন