পিএনএস ডেস্ক: ঝিনাইদহের শৈলকূপায় সরকারি খাস জমি দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার রাত একটার দিকে একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের বালা পাড়া গ্রামের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বালা পাড়া গ্রামে কুমার নদের ২ একর ৭৫ শতক খাস জমি দীর্ঘদিন ধরে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে চাষ করে আসছেন একই গ্রামের সেলিম হোসেন। তবে ৬ আগস্ট একই গ্রামের আমিরুল ওই জমির একটা অংশ নিজের দাবি করে দখল করে নেন।
এরপর থেকে গ্রামের সেলিম ও আমিরুলের সমর্থকদের মাঝে উত্তেজন চলে আসছিল। তবে এর আগেও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিম হোসেনের সমর্থক চাঁদ ও মোজামকে মারধর করে।
এ ঘটনা নিয়ে শনিবার রাতে সেলিমের সকল সমর্থকরা মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে রাত একটার দিকে আমিরুলের সমর্থকরা সেলিমের সমর্থকদের উপর হামলা চালায়। সেসময় দুই দলের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
এসএস
শৈলকূপায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
09-03-2025 04:12PM
