পিএনএস ডেস্ক: সাভারে ইতি খানম (৩৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (৯ মার্চ) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় এ ঘটনা ঘটে।
আহত ইতি খানম কালিয়াকৈর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তিনি সাভার থানার ভেতরে কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন।
থানা সূত্রে জানা যায়, দুপুরে কনস্টেবল ইতি খানম রিকশায় করে এনাম মেডিকেলের সামনে যাচ্ছিলেন। এ সময় লোহার রড হাতে এক দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি মারধর করে। তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ইতিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, ওই নারী কনস্টেবল কালিয়াকৈর থানায় কর্মরত রয়েছে। সাভারের থানা রোডে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। আমরা তা তদন্ত করছি।
এসএস
সাভারে নারী কনস্টেবলের ওপর হামলা
09-03-2025 07:05PM
