সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

  09-03-2025 09:03PM

পিএনএস ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার রনভূমি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আশিকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার দুপুরে সেই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ইট-পাটকেল ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষের একপর্যায়ে সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমানের সমর্থকরা অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হন এবং আরও পাঁচজন গুরুতর আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, মূলত জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন গুলিবিদ্ধসহ মোট ২০ জন আহত হয়েছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি এবং অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন