ডিবি পরিচয়ে ছিনতাই, অতঃপর....!

  05-01-2018 09:24PM

পিএনএস ডেস্ক : গোপালগঞ্জে ডিবি পরিচয়ে টাকা ছিনতাই করে পালানোর সময় পুলিশের হাতে আটক হয়েছে পাঁচ ছিনতাইকারী।

বৃহম্পতিবার বিকেলে কোটালীপাড়া উপজেলার বহড়াবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এ সময় ওই ব্যক্তিদের কাছ থেকে একসেট হাতকড়া, ডিবি লেখা দুটি কোটি, একটি ওকিটাকি উদ্ধার করা হয়।

আটক পাঁচজন হলেন- মাদারীপুরের দুধখালী গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে সিরাজ হাওলাদার (৩৮), একই গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩৮), মাদারীপুরের শিবচরের জাহাঙ্গীর ফরাজীর ছেলে নাসের ফরাজি (৩২), শারীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার পুঠিজুড়ি গ্রামের জাহিদ হাওলাদারের ছেলে আলম হাওলাদার (৩৯) ও নীলফামারী জেলার ডুমার উপজেলার চিকল গ্রামের ছলেমান আলীর ছেলে মোঃ রানা (২৭)।

কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের কাছ থেকে হাতকড়া, ডিবির পোশাক, ওকিটাকি উদ্ধার করা হয়েছে। এখন টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন