বেনাপোলে কোটি টাকা মূল্যের ২০টি স্বর্নের বারসহ পাচারকারী আটক

  04-02-2018 08:44PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে চেকপোষ্ট সংলগ্ন বড়আচড়া এলাকা থেকে ১ কোটি টাকা মূল্যের ২০ পিচ স্বর্নের বার সহ সবুজ মিয়া নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্নের ওজন ২ কেজি ৩৪০ গ্রাম। আটক সবুজ মিয়া বেনাপোলের সাদিপুর গ্রামের শহিদুল ইসলামে ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি,বিপুল পরিমান স্বর্ন নিয়ে এক চোরাকারবারী বেনাপোল সীমন্ত দিয়ে ভারতে যাচ্ছে। এ ধরনের সংবাদে আইসিপি বিজিবি সদস্যরা বড়আচড়া মোড় থেকে একটি ইজিবাইক থামিয়ে সবুজ মিয়াকে আটক করে । পরে তার দেহ তল্লাশী করে ২০ পিচ স্বর্নের বার জব্দ করা হয়। আটক স্বর্নগুলি বেনাপোল কাষ্টম হাউসে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

একের পর এক সোনার চালান আটক হলেও পার পেয়ে যাচ্ছে স্বর্ন ব্যাবসায়িরা ফলে বন্ধ হচ্ছেনা পাচার। পাচারের সাথে জড়িত রাঘববোয়ালদের আটক সহ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে অনেক রহস্য বন্ধ হবে জাতীয় সম্পদ সোনা পাচার। পাচার বন্ধ চান এলাকার মানুষ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন