‘জিনের বাদশাহ’ গ্রেফতার

  29-11-2018 05:38PM

পিএনএস ডেস্ক :গণমাধ্যম ও ডিশ অপারেটরদের নিজস্ব চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতেন তারা। আবার কখনো ‘দয়াল বাবা’, সাধু সাধক বলেও পরিচয় দিতেন। এমনকি মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানের নামে হাতিয়ে নিতেন কোটি টাকা। সংঘবদ্ধ এমন এক প্রতারক চক্রের মূলহোতা কথিত ‘জিনের বাদশা’ জুবায়ের আহমেদ সুমনকে গ্রেফতার করেছে সিআইডির সিরিয়াস ক্রাইমের বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস)

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা সোয়া ১১টায় রাজধানীর মালিবাগের সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র সিরিয়াস ক্রাইমের বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) সৈয়দা জান্নাত এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা বিভিন্ন সময়ে ‘জিনের বাদশা’, ‘দয়াল বাবা’ সেজে বিভিন্ন সমস্যার সামাধান দেবে বলে বিজ্ঞাপন তৈরি করে। লটারি, গুপ্তধন, জটিল রোগ থেকে মুক্তি, পাওনা টাকা আদায়, দাম্পত্য কলহ, ভালোবাসার মানুষকে বশে আনাসহ সকল সমস্যার সমাধান করতে পারে -এমন কথা বলে বিভিন্ন হুজুরের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে থাকে।’

তিনি বলেন, ‘‘বিভিন্ন ভুক্তভোগীর বক্তব্যে ও তথ্য-প্রমাণের ভিত্তিতে ঢাকার ফার্মগেটের ইন্দ্রপুরী ইন্টারন্যাশনাল হোটেল থেকে চক্রের মূলহোতা কথিত ‘জিনের বাদশাহ’ জুবায়ের আহমেদ সুমনকে গ্রেফতার করা হয়।’’

জান্নাত আরা আরও বলেন, ‘সোহেল মোল্লা নামের এক ব্যক্তি এ প্রতারক চক্রের খপ্পড়ে পড়ে ৪২ লাখ ২৫ হাজার টাকা হারিয়েছেন। তাকে লটারি পাইয়ে দেবে বলে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার, ব্যাংক ও বিভিন্ন মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নেয় চক্রটি। গত ২২ জুলাই ভোলার বোরহান উদ্দিন থানায় একটি মামলা করেন। এরপর মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডি।’

গ্রেফতারের পর সুমন জিজ্ঞাসাবাদে সিআইডিকে জানান, ‘মাসিক ২০ হাজার টাকা দিয়ে তৈয়েবুর রহমান নামের এক ব্যক্তির মাধ্যমে সাপ্তাহিক ম্যাগাজিন, বর্তমান দিনকাল ও চিত্র বাংলা পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করতো। এসব বিজ্ঞাপনে তারা বিভিন্ন দরবার শরীফের নাম ব্যবহার করে সকল সমস্যার সমাধান দিতে পারে বলেও প্রচার করতো। আর এসব বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ ফোন করলে জুবায়ের ওই ব্যক্তিদের সমস্যার সামাধান করতে পারবে বলে টাকা আত্মসাৎ করতেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, রাজিব ফারহান, এসআই সিরাজ উদ্দিন।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন