গুলিস্তান থেকে জিয়া সাইবার ফোর্সের মহাসচিব আটক

  07-12-2018 04:44PM

পিএনএস ডেস্ক :রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে জিয়া সাইবার ফোর্সের মহাসচিব কে এম হারুন-অর-রশিদকে আটক করেছে র‌্যাব-৩।

শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে আটকের বিষয়টি র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান।

তিনি জানান, দীর্ঘদিন নজরদারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারণার দায়ে হারুনকে আটক করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা বলেন, হারুন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রকাশ করে আসছিলেন। বিষয়টি গত মে মাস থেকে আমাদের নজরে আসে, এরপর জিয়া সাইবার ফোর্সের বেশ কয়েকজনকে বিভিন্ন সময় আটক করা হয়। সর্বশেষ মহাসচিব কে এম হারুন অর রশিদকে আটক করা হলো।

আটক হারুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন