বাদল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

  18-02-2019 06:56PM

পিএনএস ডেস্ক : আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদল এবং তার স্ত্রী সোমা আলম রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার ১৫২ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদের আনা হয় তাদের বিরুদ্ধে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার এ তথ্য জানান।

এর আগে জানুয়ারিতে তাদের স্থাবর-অস্থাবর যাবতীয় সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করে দুদক। আদালতের আদেশ নিয়ে এ ব্যবস্থা নেয় সংস্থাটি।

দুদক জানিয়েছে, বাদলের ব্যাংক হিসাবে থাকা অর্থ ব্যাংকের জিম্মায় এবং সব স্থাবর-অস্থাবর সম্পদ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের তত্ত্বাবধানে থাকবে। দুদকের নথিতে থাকা তথ্যমতে, বাদলের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৩০ কোটি ২৭ লাখ ২৩ হাজার ৩৯৬ টাকার। আর তার স্ত্রী সোমার সম্পদের পরিমাণ ১৩৭ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৬৯৭ টাকার।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন