নুসরাত হত্যা : মানি লন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পেয়েছে সিআইডি

  23-04-2019 07:44PM

পিএনএস ডেস্ক : ফেনীর সোনাগাজীর মাদ্রসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় মানি লন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন সিআইডির তদন্ত কর্মকর্তা এএসপি ফারুক হোসেন।

মঙ্গলবার এই হত্যাকাণ্ডে তদন্তে এসে মাদ্রাসাসহ বিভিন্ন স্থান পরিদর্শন ও বিভিন্ন জনের সাথে প্রাথমিক আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় মামলা তদন্ত কমিটির তিন সদস্য উপস্থিত ছিলেন।

মানববন্ধন: ফেনীতে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে কালিদহ এসসি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থীরা। স্কুলের সামনে প্রায় দুই হাজার শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহন করে। শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে সিরাজ উদ দৌলাহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান দিদারুল আলম বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এম এ হান্নান, প্রধান শিক্ষক রুহুল আমিনসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্যরা। বক্তারা ঘটনার নেপথ্যে থাকা সিরাজ উদ দৌলাসহ এই ঘটনায় জড়িত সকলকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন