৫৭০ টাকার ওষুধ ৬৯০ টাকা বিক্রি, অতঃপর...

  26-04-2019 02:24AM

পিএনএস ডেস্ক : ওষুধের মোড়কে এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) ছিল ৫৭০ টাকা, কিন্তু সেটি মুছে লেখা হয়েছে ৬৯০ টাকা। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় শাহবাগ এলাকার ‘অভিজাত ফার্মেসি’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর শাহবাগ এলাকায় বাজার তদারকি (অভিযান) করে।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল ব্রেকিংনিউজকে জানান, একটি ওষুধের প্যাকেটের গায়ে এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) ছিল ৫৭০ টাকা, কিন্তু সেটি কেটে লেখা হয়েছে ৬৯০ টাকা। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় অভিজাত ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া হোটেল নিউ সিলভানা, নিউ মৌলি রেস্তোরাঁ, নিউ জ্ঞানজেত হোটেল, নিউ কহিনুর কনফেকশনারি, বেনভু ফার্মা, ইউনাইটেড ড্রাগ স্টোর, আশরাফুল ড্রাগ স্টোর, গাজী মেডিক্যাল হল ও ঢাকা ফার্মাসহ মোট ১১টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়। তদারকি কাজে শাহবাগ থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন