সূচকের ব্যাপক পতনে লেনদেন

  13-03-2018 01:40PM


পিএনএস ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। মঙ্গলবার (১৩ মার্চ) ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৮৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন দুপুর ১২টা ১৯ মিনিট পর্যন্ত ডিএসইতে ১২০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ২৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৪৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৩৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৯ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৮৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন