রাজশাহীতে ফল পুনঃনিরীক্ষায় জিপিএ-৫ পেলো ১৪৩ শিক্ষার্থী

  25-01-2019 03:35PM

পিএনএস ডেস্ক : রাজশাহী শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদনে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে তিন শিক্ষার্থী। আর আবেদনে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৪০ শিক্ষার্থী। বৃহস্পতিবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ফলাফল পরিবর্তন হয়েছে ৩১৭ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ৪২ জন পরীক্ষার্থী পাস করেছে।

এর আগে, গত ৬ ডিসেম্বর জেএসসির ফলাফল ঘোষণা করা হয়। রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯৪ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পায় ১৪ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৩ হাজার ২২১ জন। এর মধ্যে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে সাত হাজার ৯৪৩ জন শিক্ষার্থী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন