ফের আন্দোলনে নামছে বুয়েট শিক্ষার্থীরা

  14-10-2019 08:37PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার থেকে আবারো আন্দোলনে নামছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার বুয়েটের ভর্তি পরীক্ষা চলাকালীন বুয়েটের শহীদ মিনারের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালনের সময় একথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে ভর্তি পরীক্ষার জন্যে আন্দোলন শিথিল করেছিলেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র অন্তরা মাধুরী তিথি বলেন, মঙ্গলবার থেকে ফের আন্দোলনে নামছি আমরা। সেখান থেকে আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ১০ দফা দাবি আদায় ছাড়া আমরা মাঠ ছাড়ব না।

আবরার ফাহাদের খুনিদের বিচারসহ ১০ দফা দাবিতে টানা ছয়দিন ধরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে আন্দোলন দুদিনের জন্য শিথিল করেছিলেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, স্ট্যাটাসকে কেন্দ্র করে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ১৫ জন রয়েছেন। পুলিশের তদন্তে নাম আসায় বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন