শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর মরদেহ

  19-10-2018 10:47AM

পিএনএস ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে তার মরদেহ।

শুক্রবার সকাল সোয়া ১০টায় তার মরদেহ শহীদ মিনারে নেয়া হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নাগরিক শ্রদ্ধা নিবেদন করা হবে।

এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহে। সেখানে বাদ জুমা তার প্রথম জানাজা হবে।
পরে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হবে মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। তার দ্বিতীয় জানাজা হবে চ্যানেল আই প্রাঙ্গণে।

দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ ফের হাসপাতালের হিমঘরে রাখা হবে। অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে ও ছেলে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা এলে শনিবার বাদ জোহর চট্টগ্রাম মহানগরের মাদারবাড়ী জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে আইয়ুব বাচ্চুকে সমাহিত করা হবে।

বৃহস্পতিবার সকালে আইয়ুব বাচ্চুকে অচেতন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ষাটের দশকে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম আইয়ুব বাচ্চুর। নব্বইয়ের দশক থেকে ব্যান্ড সংগীতের চর্চা শুরু করেন তিনি। এরপর গান ও গিটারের জাদুতে ভক্ত-শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এই গায়ক ও সংগীত পরিচালক। গত ১৬ আগস্ট ছিল তার শেষ জন্মদিন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন